(১) সামাজিক বনায়নের সৃজিত বাগানের আবর্তকাল শেষে বিক্রয়ের অনুমতি প্রদান।
(২) বিক্রিত বনজদ্রব্যের চলাচল পাশ প্রদান করা।
(৩) সামাজিক বনায়নে অংশগ্রহণকারী উপকারভোগী, ভূমি মালিক ও চুক্তি অনুযায়ী অন্যন্য পক্ষ্যের মধ্যে যথাসময়ে লভ্যাংশ
বিতরণ করা।
(৪) সামাজিক বনায়ন সংক্রামত্ম যে কোন অভিযোগ নিষ্পত্তি করা।
(৫) জোত পারমিট প্রদান।
(৬) বনজ দ্রব্য বিক্রয়।
(৭) বন্যপ্রাণী (হরিণ) লালন-পালনের পজেশন সার্টিফিকেট প্রদান।
(৮) সামাজিক বনায়ন সংক্রান্ত যে কোন পরামর্শ প্রদান।
(৯) করাত কলের লাইসেন্স প্রদান/নবায়ন।
ক্রঃনং | সেবা প্রদানের ক্ষেত্রসমূহ | সেবা পাবার ধাপ |
১ | সামাজিক বনায়নের সৃজিত বাগানের আবর্তকাল শেয়ে বিক্রয়ের অনুমতি প্রদান | সংশ্লিষ্ট উপজেলা/ জেলা কমিটির অনুমোদন, গাছ মার্কিং, পরিমাপ ও লট তৈরী, দরপত্র আহবান ও দরপত্র মূল্যায়ণ কমিটির সুপারিশ গ্রহণ। |
২ | বিক্রিত বনজ দ্রব্যের ঢলাঢল পাস প্রদান করা | সরকারী মালিকানাধীন বনভূমি, সামাজিক বনায়ন হতে অহরিত বনজদ্রব্য পরিবহনের নিমিত্ত সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তা বরাবর নাম, ঠিকানা, বনজদ্রব্যের প্রকার, পরিমাপ, বনজদ্রব্যের অবস্থা ও গন্তব্যস্থল ইত্যাদি উল্লেখ পূর্বক আবেদন করতে হবে। বিভাগীয় বন কর্মকর্তা প্রয়োজনীয় বিভাগীয় বন কর্মকর্তার মনোনীত প্রতিনিধি কর্তৃক মাঠ পর্যায় সরজমিনে তদন্ত। সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তির পর অফিসিয়াল কার্যকমের পর অনুমতি প্রদান। |
৩ | সামাজিক বনায়নে অংশ গ্রহণকারী, উপকারভোগী, ভূমি মালিক এবং চুক্তি অনুযায়ী অন্যান্যদের মাঝে যথাসময়ে লভ্যাংশ বিতরণ করা | বিধি মোতাবেক বৃক্ষ কর্তনের পর সংশ্লিষ্ট জেলা/উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন গ্রহণ, আবেদন, নাগরিক সনদ, ছবি ইত্যাদি প্রদান উপজেলা/জেলা পর্যায়ের অফিস হতে প্রাপ্তির পর অফিসিয়াল কার্যকমের পর চেক প্রদান। |
৪ | সামাজিক বনায়ন সংক্রান্ত যে কোন অভিযোগ নিস্পত্তি করা | উপজেলা/জেলা পর্যায়ের দপ্তর হত প্রাপ্ত অভিযোগ সমূহের ব্যাপারে মতামত গ্রহণ ও অত্র অসিয়াল নথিপত্র উপস্থাপনের পর। |
৫ | জোত পারমিট প্রদান | বেসরকারী মালিকানাধীন ভূমি হতে বনজদ্রব্যে আহরণ ও পরিবহণের জন্য সংশ্লিষ্ট ভূমির মালিকানা সংক্রান্ত দালিলাদি, ট্রেসিং ম্যাপ, খাজনা প্রদানের হালনাগাদ রশিদ, ৪কপি সত্যায়িত ছবিসহ আবেদন করতে হবে। আবেদনে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তদন্ত পূর্বক প্রতিবেদন প্রাপ্তির পর বিধিমোতাবেক বিভন্ন ধাপে অনুমতি প্রদান। |
৬ | বনজ দ্রব্য বিক্রয় | জেলা/উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন গ্রহণ, গাছ মার্কিং, পরিমাপ ও লট তৈরী। উক্ত কার্যকমের নথিপত্র আপ্তির পর দরপত্র আহবান, টেন্ডার অনুমোদ, লটের মূল্য আদায়, কার্যাদেশ প্রদান। |
৭ | বন্যপ্রাণী (হরিণ) লালন-পালনের পজেশন সার্টিফিকেট প্রদান | চিত্রল হরিণ পালন উৎসাহী ব্যক্তি পর্যায় (১০টির কম) হলে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর এবং খামার পর্যায় (১০টির বেশী) হলে বন সংরক্ষক বরাবর আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর বন বিভাগের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি চিত্রল হরিণ পালনের স্থান সরজমিনে পরিদর্শন পূর্বক চিত্রল হরিণ লালন-পালনের পরিবেশ সম্পর্ক প্রতিবেদন প্রদান করবেন। উক্ত প্রতিবেদনে চিত্রল হরিণ পালনের পরিবেশ সন্তোষজনক হলে চিত্রল ক্রয়ের অনুমতি প্রদান এবং হরিণ ক্রয়ের পর পশেজন সার্টিফিকেট প্রদান। |
৮ | সামাজিক বনায়ন সংক্রান্ত যে কোন পরামর্শ প্রদান | মাঠ পর্যায় হতে অভযেগ প্রাপ্তি, তদন্ত, সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী পরামর্শ প্রদান। |
৯ | করাতকল পরিচালনার লাইসেন্স প্রদান | করাতকল স্থাপনের স্থানের ভূমি মালিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) এর প্রত্যায়নপত্র, জায়গার ম্যাপ, আবেদন, উপজেলা/জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির অনুমোদন, ফি জমা দানের ব্যাংক চালান ইত্যাদি অত্র দপ্তরে প্রাপ্তির পর বিধিমোতাবেক লাইসেন্স প্রদান। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস